Sunday, March 19, 2017

Reddit এর খুটিনাটি

রেডিটের জনপ্রিয়তার প্রধান কারন হল এখান থেকে যেকোন পোস্ট অতি সহজেই ভাইরাল করা যায় যার ফলে আপনি অনেক সহজেই আপনার সাইট বা ব্লগ এর জন্যে প্রচুর ট্রাফিক আনতে পারবেন। এই পোস্ট এ রেডিট কিভাবে কাজ করে সে সম্পর্কে বিস্তারিত বলা হলঃপ্রথমেই আসি আপভোট আর ডাউনভোট : Reddit সাবমিট করা লিঙ্কগুলোর সাথে যে আপ- ডাউন arrow থাকে তা দিয়ে যে কেউ সেই পোস্ট ভাল লাগলে আপবোর্ড আর খারাপ লাগলে ডাউনবোর্ড দিতে পারে ।
redclick

  • Facebook

  • Twitter

  • Google+

  • Blogger
কারমা :  কারমা হল রেডিট এর পয়েন্ট প্রকাশ করে । আপনি আপনার সাবমিট করা লিঙ্কে যদি একটি আপবোর্ড পান তাহলে আপনার কারমা বা পয়েন্ট একটা বৃদ্ধি পাবে ।কিন্তু আপনি যদি আপনার ওই লিঙ্কে বেশি ডাউনবোর্ড পান তাহলে আপনার এ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল ।
karmapoint

  • Facebook

  • Twitter

  • Google+

  • Blogger
  • সাব রেডিট :  সাব রেডিট হল রেডিট এর ক্যাটাগরি গুলোর নাম । এখানে সাধারনত সব ধরনের ক্যাটাগরি ই পাওয়া যায় যা অন্যান্য যেকোন এই ধরনের সাইটে দেখতে পাওয়া যায় না।
subreddit-search

  • Facebook

  • Twitter

  • Google+

  • Blogger
  • স্টিলথ ব্যান : এটার মানে হল আমি যদি নিয়মিত স্পামিং করার ফলে এক সময় আপনি রেডিট এ অটো ব্যান হয়ে যাবেন আপনার জানার আগেই ।  এর ফলে আপনি আপনার সাবমিট করা লিঙ্ক দেখতে পারলেও অন্যরা তা দেখবে না ।
এখন রেডিটে যেভাবে সাইটের জন্যে প্রচুর ট্রাফিক নিয়ে আসা যায় তার কিছু নির্দেশনা দেয়া হল :
১। প্রথমত অবশ্যই Reddit এ অ্যাকাউন্ট খুলতে হবে।
২। Reddit এ অন্য সাইটের নতুন এবং ইন্টারেস্টিং টপিকগুলো শেয়ার করুন এবং আপভোটের মাধ্যমে Karma অর্জন করুন।। যখন Karma একটু বেশি যেমন ১৫০  অর্জন করলে তখন থেকেই নিজের লিঙ্ক শেয়ার দিতে পারবেন তবে পাশাপাশি অন্য সাইটের লিঙ্কও শেয়ার করতে পারবেন। অন্যথায় ব্যান খাওয়া অনিবার্য।
৩। যখন টপিকের সাথে প্রাসঙ্গিক সাব রেডিট এ সাবমিট করতে যাবেন তখন ঐ সংলিষ্ট সাব রেডিটের নিয়মাবলী পড়ে নিবেন না হলে স্পাম হিসেবে গন্য হলে ব্যান হতে পারেন।
৪। প্রচুর ট্রাফিকের জন্য বেশি বেশি আপভোটের প্রয়োজন যা আপনার লিঙ্ককে Reddit এর ফ্রন্ট পেইজে নিয়ে যেতে সাহায্য করবে আর মূলত এটাই Reddit এর প্রধান লক্ষ্য। এর জন্য প্রথমত আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রথম ১০ আপভোট পেতে হবে যা আপনার লিঙ্ককে নির্দিষ্ট সাব রেডিটে টপে রাখবে।
৫। লিঙ্ক শেয়ার করার সময়ে অবশ্যই ইন্টারেস্টিং টাইটেল দিতে হবে যেন সবাই তা দেখলেই আকর্ষিত করা যায়।
৬। টপিক শেয়ারিং এর জন্য সময়টা অনেক গুরুত্বপূর্ণ । কারন এমন সময়ে শেয়ারিং করলেন মানুষের একটিভিটিস্ট কম Reddit এ তাহলে আপভোট প্রত্যাশা অনুযায়ী পাবেন না। বলা হয়ে থাকে সাধারনত 5pm EST এর পূর্বে শেয়ার করাটা ভাল।
৭। অন্যান্য পোস্টগুলোতে যেগুলোতে প্রচুর পরিমানে আপভোট রয়েছে সেগুলোতে মূল্যবান কমেন্ট করার মাধ্যমে নিজেকে একটিভ করার চেষ্টা করুন। কারন এর মাধ্যমে আপনি ট্রাফিক ড্রাইভ করাতে পারবেন আপনার সাইট বা ব্লগের জন্য।
৮। আর কোনভাবেই একদিনে অনেক লিঙ্ক সাবমিট করা যাবে না । এটা রেডিটের নিয়মের পরিপন্থি। তাই একদিনে একটা লিঙ্ক সাবমিট করাই যথেষ্ট।
রেডিটে সবসময় এই বিষয়গুলা মাথায় রেখে কাজ করতে থাকুন। সাফল্য আসবেই। ধন্যবাদ।।
 ভিডিও হলো তানভির রাসেল ঃ

No comments:

Post a Comment